চলমান বিধিনিষেধ ১৬ জুন পর্যন্ত বাড়ল

সময় ট্রিবিউন | ৬ জুন ২০২১, ২২:৫০

ফাইল ছবি

করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধ বা লকডাউন আরও বাড়ানো হয়েছে। নতুন করে আগামী ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে এ বিধিনিষেধ। আজ রোববার (৬ জুন) বিকেল সোয়া ৪টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ আরোপের সময়সীমা ৬ জুন মধ্যরাত থেকে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।

বিভিন্ন শর্ত আরোপ ও শিথিল করে বেশ কয়েকবার এ বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়। গত ২৩ মে (রোববার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন করে এক সপ্তাহ বিধিনিষেধ বাড়ানো সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সেই বিধিনিষেধ ছিল ৩০ মে পর্যন্ত। সবশেষ এ মেয়াদ আরও সাত দিন বাড়িয়ে ৬ জুন পর্যন্ত করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: