শুক্রবার মেট্রোরেল চালানোর কোন সিদ্ধান্ত হয়নি

সময় ট্রিবিউন | ১৪ মে ২০২৪, ১৬:৩৯

ছবিঃ সংগৃহীত

যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে মেট্রোরেল শুক্রবারও চলবে এমন খবর বিভিন্ন গণমাধ্যমে এসেছে। আর এরই প্রেক্ষিতে সাংবাদিকদের সাথে কথা বলেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে এন ছিদ্দিক বলেন, শুক্রবার মেট্রোরেল চলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই বিষয়ে আমাদের এখন কোনো পরিকল্পনা নেই। এই ধরনের সিদ্ধান্ত নিলে পরবর্তীতে জানানো হবে।

এই বিষয়ে ডিএমটিসিএলের কোম্পানি  যুগ্ম সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। যদি এরকম কোনো সিদ্ধান্ত হয় তাহলে কয়েকদিন পরে আমাদের এমডি এম এ এন ছিদ্দিক স্যার সংবাদ সম্মেলন করে জানাবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর