ফাইজারের টিকা আসছে না আজ

সময় ট্রিবিউন | ৩১ মে ২০২১, ০০:২৯

ছবি : ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি করা করোনাভাইরাস প্রতিষেধক টিকার প্রথম চালান এক লাখ ৬২০ ডোজ টিকা আজ আসছে না আজ। এই টিকা আসতে বিশেষ কারণে আরও ১০ থেকে ১২ দিন দেরি হতে পারে।

রোববার (৩০ মে) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকালে স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য- সচিব ডা. শামসুল হক জানান, রোববার রাতে কোভেক্স ফেসিলিটি থেকে এক লাখ ৬ হাজার টিকা আসবে।

গত ১৯ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানিয়েছিলেন, আগামী ২ জুন কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের অন্তত এক লাখ ৬০০ টিকা বাংলাদেশে আসবে।



আপনার মূল্যবান মতামত দিন: