লালবাগ ও চকবাজারের দুই মাদ্রাসা থেকে ৫৯০ ছুরি জব্দ

সময় ট্রিবিউন | ২ এপ্রিল ২০২১, ০৭:৩২

রাজধানীর লালবাগ ও চকবাজারের ২টি মাদ্রাসা থেকে ৫৯০টি ছুরি জব্দ করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজারের জামেয়া ইসলামিয়া ইসলামবাগ এবং লালাবাগের জামেয়া কুরানিয়া আরাবিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে ৫৯০টি ছুরি জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চকবাজার জোনের পুলিশ অভিযান চালিয়ে এসব ছুরি জব্দ করে।

মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, ছুরিগুলো ঈদের সময় পশু কোরবানির কাজে ব্যবহার করা হয়।

পুলিশ বলছে, চলমান অস্থিরতায় ছুরিগুলো যেন কেউ সহিংসতার কাজে ব্যবহার করতে না পারে, সে জন্য এগুলো জব্দ করা হয়েছে।

জানান যায়, জামেয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসা থেকে ১৭৫টি এবং জামেয়া কুরানিয়া আরাবিয়া থেকে ৪১৫টি ছোরা জব্দ করা হয়েছে।

ডিএমপির চকবাজার জোনের অতিরিক্ত উপকমিশনার মো. কুদরত-ই-খুদা জানান, মাদ্রাসায় বিপুল পরিমাণ ছোরা রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের সহায়তায় তারা তল্লাশি চালিয়েছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ তল্লাশিতে সব ধরনের সহায়তা করেছেন।

তিনি জানান, ঈদের সময় কোরবানির কাজে ছোরাগুলো ব্যবহার করা হয়। ছুরিগুলো হেফাজতে নেওয়া হয়েছে। ঈদের সময় প্রয়োজন হলে আবারও দেওয়া হবে। চলমান অস্থিরতায় ছোরাগুলো যেন সহিংসতার কাজে ব্যবহার করা না হয়, সে জন্য জব্দ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: