সিলেটে ১ ঘণ্টার ব্যবধানে চারবার ভূকম্পন অনুভূত হয়েছে। এতে সাধারণ মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, আজ শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৬ মিনিট, ১০টা ৫০ মিনিট, সকাল ১১টা ৩০ মিনিট ও ১১টা ৩৪ মিনিটে সিলেটে ভূ-কম্পন অনুভূত হয়।
তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ১০.৩৬ মিনিটে প্রথম ভূ-কম্পনটির মাত্রা ছিলো ৩। এরপর, সকাল ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ডে ভূ-কম্পনের রিখটার স্কেলে মাত্রা ছিলো ৪ দশমিক ১। এছাড়া ১১টা ৩০ মিনিটে সংগঠিত হয় ২ দশমিক ৮ মাত্রার ভূ-কম্পন। পরে, ১১ টা ৩৪ মিনিটে সংগঠিত ভূ-কম্পনটি ২ মাত্রার নিচে হওয়ায় তা গণনায় নেয়া হচ্ছে না।
এদিকে, ভূ-কম্পনের উৎপত্তিস্থল সিলেট অঞ্চলে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের সিলেট অঞ্চলের সিনিয়র আবহাওয়াবিদ সাইদ আহমেদ চৌধুরী।
অন্যদিকে, ভূমিকম্পে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্বল্প সময়ের ব্যবধানে কয়েকবার কম্পন অনুভূত হওয়ায় আতংকিত হয়ে পড়েছে সাধারণ মানুষ।
এর আগে, গত ২৮ এপ্রিল সিলেটসহ সারা দেশে ৬ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়।
আপনার মূল্যবান মতামত দিন: