স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বর্তমান সরকার ৯৯৯ নম্বরে কল করার সুবিধা ব্যবহারের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করে সাধারণ মানুষের দোরগোড়ায় পরিষেবাগুলি পৌঁছে দিয়েছে।
তিনি সোমবার (১৯ ফেব্রুয়ারি) সংসদে সরকারি দলের সদস্য মোরশেদ আলমের এক সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ৯৯৯-এর সেবা জোরদার করে জনগণের জন্য পুলিশ সেবা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে।’
তিনি বলেন, সরকার পুলিশ বাহিনীতে ৮০ হাজার সদস্য বৃদ্ধি করেছে। এছাড়া, প্রয়োজন অনুযায়ী শিল্প পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই, এমআরটি পুলিশের মতো বিভিন্ন পুলিশ বাহিনী গঠন করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: