জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিশ্বের ১১টি দেশের ১৩ জনের ফুলেল শ্রদ্ধা 

খোরশেদ আলম, সাভার প্রতিনিধি | ৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:২৬

জাতীয়  স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিশ্বের ১১টি দেশের ১৩ জনের ফুলেল শ্রদ্ধা 
সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্বের ১১টি দেশের ১৩জন আবাসিক প্রতিরক্ষা/মিলিটারি অ্যাটাচে।
 
রোববার সকালে প্রতিরক্ষা গোয়েন্দা মহা পরিদপ্তর (ডিজিএফআই) এর মহা পরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শ্রদ্ধা নিবেদন শেষে তারা বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
 
এসময় অস্ট্রেলিয়ার লেফটেন্যান্ট কর্নেল, জন ডেম্পস চীনের কর্নেল ডু জিনশেং, ইন্দোনেশিয়ার ব্রিগেডিয়ার মনমীত সিং সাবারওয়াল এবং কর্নেল আজওয়ান আবদি, মিয়ানমারের ব্রিগেডিয়ার সোয়ে ন্যুন্ট, নেপালের ব্রিগেডিয়ার রোশান শুমসের রানা, প্যালেস্টাইনের কর্নেল মাহমুদ এম জে শারওনাহ, কর্নেল সের্গেই ভিক্টোরোভিচ এবং রাশিয়ার কর্ণেল সের্গেই ভিক্টোরোভিচ ও রাশিয়ার কর্ণেল লিয়েনভেনরিচ লিওনিয়েন। তুর্কিয়ের কর্নেল এরদাল শাহিন, যুক্তরাজ্যের লেফটেন্যান্ট কর্নেল জন ক্রফোর্ড ম্যাকলেলান স্কটস, লেফটেন্যান্ট কর্নেল মাইকেল এরিক ডি মিচিই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর ইয়ান লিওনার্ড। এসময় তারা স্মৃতিসৌধ পরিদর্শন করেন।
 
এসময় বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তারা একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন

আপনার মূল্যবান মতামত দিন: