
অ্যাটর্নি জেনারেলস ও সলিসিটর জেনারেলস কনফারেন্সে যোগ দিতে ভারত গেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।
এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ থেকে ৮ ফেব্রুয়ারি কমনওয়েলথ লিগ্যাল এডুকেশন অ্যাসোসিয়েশন আয়োজিত ‘অ্যাটর্নি জেনারেলস ও সলিসিটর জেনারেলস কনফারেন্সে’ যোগ দিতে শুক্রবার অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিনকে অনুমতি দিয়েছে সরকার।
তার ভারত সফরকালীন অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর। তিনি তার নিজ দায়িত্বের পাশাপাশি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: