আইনমন্ত্রী

"বিচার বিভাগ ও গণতন্ত্রের বিরুদ্ধে পরিকল্পিতভাবে চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে"

সময় ট্রিবিউন | ১ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:১৫

"বিচার বিভাগ ও গণতন্ত্রের বিরুদ্ধে পরিকল্পিতভাবে চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে"

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের আইন, আদালত, বিচার বিভাগ ও গণতন্ত্রের বিরুদ্ধে পরিকল্পিতভাবে চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। ড. ইউনূসের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলাকে কেন্দ্র করে এসব করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী আজ সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। এ সময় ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ও বিচার প্রক্রিয়ার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘এ মামলা দায়েরের পর থেকে তিনি (ড. ইউনূস) যথাযথ আইনের সব সুবিধা পেয়েছেন। সরকার তাকে নাজেহাল করার জন্য এ মামলা করেনি। শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পেতে এ মামলা দায়ের করেন। এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘ব্যক্তিস্বার্থে রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এটা আইনগতভাবে মোকাবিলা করা হবে। কারো অঙ্গুলি হেলনে দেশ চলবে না। কেউ আইনের ঊর্ধ্বে নন।’



আপনার মূল্যবান মতামত দিন: