প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন এম এম ইমরুল কায়েস

সময় ট্রিবিউন | ৩১ জানুয়ারী ২০২৪, ২৩:৩৮

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন এম এম ইমরুল কায়েস

এম এম ইমরুল কায়েস প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন উপসচিব। ২০১৬ সাল থেকে তিনি প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের দায়িত্ব পালন করে আসছেন।

বীর মুক্তিযোদ্ধা পিতা ও রত্নগর্ভা মায়ের সন্তান ইমরুল কায়েস ১৯৭৮ সালে মধুমতী নদীর তীরঘেঁষা নড়াইল জেলার নড়াগাতী থানার কামশিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার চাকরিসূত্রে তিনি শৈশব-কৈশোর কাটিয়েছেন খুলনা শহরে।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে ইমরুল কায়েস স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর সম্পন্ন করেন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে তিনি ইংরেজি’র খন্ডকালীন প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি প্রায় সাড়ে পাঁচ বছর রাজধানীর বিভিন্ন খ্যাতনামা কলেজে শিক্ষকতা করেন। পরবর্তীতে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে সরকারি চাকরি শুরু করেন ইমরুল কায়েস।



আপনার মূল্যবান মতামত দিন: