অবমুক্ত হলো  লুকিয়ে রাখা ৩ হাজার পাখি

সময় ট্রিবিউন | ২৬ মে ২০২১, ২০:২৯

মুন্সিগঞ্জের পদ্মার চরে ঘুরতে গিয়ে শিকারির হাতে আটক প্রায় ২ হাজার পাখিকে অবমুক্ত করেছেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সৈকত খা। 

মঙ্গলবার (২৫ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাখি অবমুক্তের একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

যুবলীগ নেতা সৈকত খান জানান, সোমবার (২৪ মে) দুপুর ১টার দিকে আমি ও আমার কয়েকজন বন্ধু মিলে বাড়ির পাশের রাঢ়িখাল এলাকার পদ্মা নদীর চরে ঘুরতে যাই। এ সময় নদীর পাশে চরের মধ্যে পাখির কিচিরমিচির শব্দ শুনতে পাই। আমরা এগিয়ে গিয়ে একটি কুঁড়েঘরের মধ্যে পাখিসহ তিন শিকারিকে দেখতে পাই। শিকারিদের পাখি ধরার কারণ জিজ্ঞেস করলে তারা পালিয়ে যায়। পরে জালের ভেতরে রাখা প্রায় ৩ হাজার পাখিকে আমরা অবমুক্ত করে দিই।

তিনি আরও বলেন, পদ্মার চরে ধান পাকা শুরু করেছে। এ সময় মুনিয়া জাতের পাখি ধান খেতে চরে আসে। এই সুযোগে শিকারিরা সম্ভবত জাল দিয়ে পাখিগুলোকে আটক করেছে। পাখিগুলো যেখানে রাখা হয়েছিল তার পাশের জমিতে বেশ কিছু জালও পেয়েছি। পরে পাখিগুলো অবমুক্ত করে জালগুলোও পুড়িয়ে ফেলি।



আপনার মূল্যবান মতামত দিন: