প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে লিবিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

সময় ট্রিবিউন | ২২ জানুয়ারী ২০২৪, ২০:০৮

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে লিবিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত এইচ. ই. আব্দুলমুতালিব এস এম সুলাইমানের এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে বৈঠকটি আয়োজিত হয়।

বৈঠকে লিবিয়ার শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ কর্মী পাঠানো, মানবপাচার প্রতিরোধ, অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিতসহ বিভিন্ন বিষয়ে দেশটির রাষ্ট্রদূত সঙ্গে আলোচনা হয় বলে গণমাধ্যমকে জানান প্রতিমন্ত্রী শফিকুর রহমান।

প্রতিমন্ত্রী আরও জানান, বৈঠকের শুরুতে বাংলাদেশের নতুন সরকার ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন লিবিয়ার রাষ্ট্রদূত।

এসময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন ছাড়াও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, যুগ্মসচিব মো. আবু রায়হান মিঞা এবং মো. সাজ্জাদ হোসেন ভূঞাসহ অন্যান্য কর্মকর্তারা।



আপনার মূল্যবান মতামত দিন: