
নতুন সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক আরও গতিশীল হবে জানিয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে থাকবে দিল্লি।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
প্রণয় ভার্মা বলেন, আমরা আশা করি নতুন সরকারের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল হবে। তিনি বলেন, রেল, জলবায়ুসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আমাদের সহায়তা অব্যাহত থাকবে।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: