দেশে করোনায় আরও ৪০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬৭৫

সময় ট্রিবিউন | ২৫ মে ২০২১, ২৩:৪৭

ছবি : ইন্টারনেট

দেশে কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমে এসে আবারও বেড়ে যাচ্ছে। করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৪১ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৭৫ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জনে।


মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নতুন করে ১৬৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে গত একদিনে। এ নিয়ে সংক্রমণ বেড়ে দাঁড়ালো ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ০৮।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। চলতি বছরের মার্চের শেষ দিকে করোনার দ্বিতীয় ঢেউ দেখা দেয় দেশে। এতে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যায়। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সম্প্রতি সংক্রমণ ও মৃত্যু কমে আসছিল। গত ২৪ ঘণ্টায় প্রাণহানি আবারও বাড়ল।

 



আপনার মূল্যবান মতামত দিন: