সিরাজগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ মে) বিকেল শাহজাদপুর উপজেলা চিথুলিয়া, দুগলি এবং উল্লাপাড়া উপজেলার কৃষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার দুগলি গ্রামের আজম ব্যাপারীর ছেলে স্কুলছাত্র নাজমুল (১৫), একই গ্রামের আজগর আলীর ছেলে হাসেম আলী (২৫), একই উপজেলার চিথুলিয়া গ্রামের বাসিন্দা শাকেরা খাতুন (৬০) এবং উল্লাপাড়া উপজেলার পশ্চিম কৃষ্টপুর গ্রামের মোশারফ হোসেনের মেয়ে মোহনা খাতুন (১৭)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে দুগলি মাঠে নাজমুল ও হাসেম আলী ধান শুকাচ্ছিলেন। এ সময় প্রচণ্ড গর্জনের সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এদিকে একই উপজেলার চিথুলিয়া এলাকায় বাড়ির উঠোনে কাজ করার সময় বজ্রপাতে মারা যান শাকেরা খাতুন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান।
অপরদিকে উল্লাপাড়া উপজেলার পশ্চিম কৃষ্টপুর গ্রামের মাঠে বজ্রপাতে মোহনা খাতুন নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়।
পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোহনা ঘটনার সময় পশ্চিম কৃষ্টপুর গ্রামের মাঠে ধান শুকানোর কাজ করছিল। এসময় বজ্রপাতে সে মারা যায়।
আপনার মূল্যবান মতামত দিন: