আমাদের স্বাধীনতা এনে দিয়েছে নৌকা মার্কা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকায় ভোট দিলে বাংলাদেশের মানুষকে না খেয়ে থাকতে হবে না। যতো খাবার লাগুক আমি দেব।
প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে খালেদা জিয়া ক্ষমতায় এসেছিলেন, আওয়ামী লিগ মুচলেকা দেয়নি বলেই সে সময় ক্ষমতায় আসতে পারেনি। আওয়ামী লীগ জনগণের ভোট নিয়ে গত ১৫ বছর ধরে ক্ষমতায় থাকায় দেশের অসামান্য উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে তিনি ফরিদপুরে পৌঁছান। সোয়া তিনটার দিকে আওয়ামী লীগ সভাপতি জনসভাস্থল সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেন। বিকাল পৌনে চারটায় সমাবেশে বক্তব্য রাখতে শুরু করেন শেখ হাসিনা।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে কাজ শুরু করেছিলেন। তিনি খাদ্য, চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রে অল্প সময়েই যে কাজ করেছিলেন তা ভাবতেও অবাক লাগে। বঙ্গবন্ধুকে হত্যার পর তার ও বোন শেখ রেহানার জীবনে নেমে আসা দুর্ভোগের কথাও তুলে ধরেন শেখ হাসিনা। সব সময় তার পাশে থাকার জন্য তিনি আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলার চারটি সংসদীয় আসনে দলের প্রার্থীরাও সমাবেশে উপস্থিত আছেন।
জনসভায় তিনি আরো বলেন, এক মাত্র নৌকা মার্কায় ভোট দিলেই আমি সরকারে আসতে পারবো। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ গড়ে তুলতে পারবো। দেশের উন্নয়ন হবে। আমরা ব্যাপাক ভাবে ব্যবসা করার সুযোগ সুবিধা সৃষ্টি করে দিয়েছি। অনেককে বলতে গেলে নর্দামা থেকে টেনে তুলেছি। তাদের পয়সা বানানো ব্যবসা করার সুযোগ দিয়েছি। মিডিয়া চালানোর সুযোগ দিয়েছি। এখন তারা টাকা ছড়ায়। তারা মনে করে টাকা দিয়েই সব কেনা যাবে। আমি এই টাকা ওয়ালাদের টাকা ছড়ানো দেখছি। টাকা ছিটাক, এতে সাধারণ মানুষের হাতে টাকা যাবে। টাকা দিয়ে অমানুষ কেনা যায় না। টাকা দিয়ে ফরিদপুরের মানুষকে কেনা যায়নি যাবে না। নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হবে। নৌকাই আপনাদের সমাধান দিবে। এ মাটি বঙ্গবন্ধুর মাটি।
আপনার মূল্যবান মতামত দিন: