জমি সংক্রান্ত সব ফি অনলাইনে দেয়া যাবে: ভূমিমন্ত্রী

সময় ট্রিবিউন | ২৪ মে ২০২১, ২২:৪৪

ছবি: সংগৃহীত

এখন থেকে অনলাইনেই ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ানসহ ভূমি সংক্রান্ত সব ফি দেয়া যাবে। মঙ্গলবার সকালে সচিবালয়ে এই বিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

ভূমি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে ভূমি মন্ত্রণালয়, পেমেন্ট গেটওয়ে চ্যানেল হিসেবে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উপায়, নগদ, বিকাশ এবং ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইউসিবিএলের মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়।

এই চুক্তির ফলে একজন নাগরিক ঘরে বসেই বিভিন্ন সেবা পাবেন। বিশেষ করে বিভিন্ন ফি দিতে তহসিল অফিসে যেতে হবে না। ভবিষ্যতে এই সেবার আকার আরও বাড়বে বলেও জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।



আপনার মূল্যবান মতামত দিন: