বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

সময় ট্রিবিউন | ২৪ মে ২০২১, ১৬:৫৫

ফাইল ছবি

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘূনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রুপ নিয়ে উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

নিম্নচাপটি আজ সকাল নয়টা পর্যন্ত পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। তাই পায়রা বন্দরকে ০২ নম্বর হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। 

বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান। 

গভীর নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠছে। গতকাল থেকে উপকূলীয় এলাকার আকাশ হালকা মেঘাচ্ছন্ন রয়েছে। গভীর সাগরে অবস্থানরত সকল ট্রলার ও নৌকাসমূহকে নিরাপদে আশ্রয় নিতে বলেছে আবাহাওয়া অফিস। 

এদিকে জেলার সকল আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং আজ সকালে ঘূর্ণিঝড় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 



আপনার মূল্যবান মতামত দিন: