পুলিশ সুপার এবং তদুর্ধ্ব পদমর্যাদার অন্তত ১৪ জন পুলিশ কর্মকর্তার বদলিতে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদের মধ্যে চারজন ডিআইজি এবং ১০ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা।
সোমবার (১১ ডিসেম্বর) ইসির উপসচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করে এই বদলির প্রস্তাবে ইসি সম্মতি দিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দুজন পুলিশ কমিশনার ও দুজন ডিআইজি পদে বদলির প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়ন এবং দশজন পুলিশ সুপার/উপপুলিশ কমিশনার পদে বদলির প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নের লক্ষ্যে অনাপত্তি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নের বিষয়ে অনাপত্তি জানাচ্ছে ইসি।
জানা যায়, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মো. ইলিয়াছ শরীফকে ঢাকার পিবিআইয়ের ডিআইজি, ঢাকার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি মো. জাকির হোসেনকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি), বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামকে মেট্রোরেলের ম্যাস র্যাপিড ট্রানজিটের ডিআইজি, মেট্রোরেলের ম্যাস র্যাপিড ট্রানজিটের ডিআইজি জিহাদুল কবিরকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) করার প্রস্তাব করা হয়েছিল।
এ ছাড়া পিরোজপুরের এসপি মোহাম্মদ শফিউর রহমানকে ঢাকার বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার, পিবিআই পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলামকে পিরোজপুরের এসপি, হবিগঞ্জ এসপি এসএম মুরাদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার, ডিএমপির উপপুলিশ কমিশনার আক্তার হোসেনকে হবিগঞ্জের এসপি, নোয়াখালীর এসপি মো. শহীদুল ইসলামকে ডিএমপির উপপুলিশ কমিশনার, ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে নোয়াখালীর এসপি, সাতক্ষীরার এসপি কাজী মনিরুজ্জামানকে ডিএমপির উপপুলিশ কমিশনার, ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে সাতক্ষীরার এসপি, মেহেরপুরের এসপি মো. রাফিুউল আলমকে পিবিআইয়ের এসপি ও ডিএমপির উপপুলিশ কমিশনার এসএম নাজমুল হককে মেহেরপুরের এসপি করা হয়েছে।
প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে মাঠ প্রশাসনে রদবদলের উদ্যোগ নিয়েছে ইসি। এ ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকেও বদলি বা পদায়নের সম্মতি চাওয়া হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: