সঠিক নেতৃত্ব পেয়েছি বলেই আমরা এখনো ভালো আছি : শিক্ষামন্ত্রী

সময় ট্রিবিউন | ৮ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৮

সঠিক নেতৃত্ব পেয়েছি বলেই আমরা এখনো ভালো আছি : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ব এখন বিরাট অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে। সেই ধাক্কা বাংলাদেশেও লেগেছে। কিন্তু তারপরেও অনেক ধনী দেশের তুলনায় বাংলাদেশ স্বস্তিতে আছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে চাঁদপুর আউটার স্টেডিয়ামে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘অর্থনৈতিকভাবে বাংলাদেশ অসামান্য সাফল্য অর্জন করেছে। আগামীতে আমাদের যেই স্বপ্ন রয়েছে তা পূরণে সম্ভাবনাও রয়েছে।’

তিনি আরও বলেন, ‘সঠিক নেতৃত্ব পেয়েছি বলেই আমরা এখনো ভালো আছি। আর স্বস্তিতে আছি বলেই আবারও জনগণ শেখ হাসিনাকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিবে।’

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রসঙ্গে দীপু মনি বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের জন্য তরুণদের উপযুক্ত করে গড়ে তুলতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ঘোষণা দিয়েছিলেন ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। এখন তিনি ঘোষণা দিয়েছেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আর স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর আজকের তরুণ প্রজন্ম।


আপনার মূল্যবান মতামত দিন: