নির্বাচনে স্থানীয় পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়লো

সময় ট্রিবিউন | ২৭ নভেম্বর ২০২৩, ২০:৫৮

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী স্থানীয় পর্যবেক্ষকদের আবেদনের সময় ২৫ নভেম্বর থেকে বাড়িয়ে ১০ ডিসেম্বর করা হয়েছে। আগের নিয়মানুযায়ী পর্যবেক্ষকরা আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে বলা হয়, স্থানীয় পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণে নিবন্ধিত ৬৭টি পর্যবেক্ষক সংস্থার যারা আবেদন করেনি তারা আগের নিয়মানুযায়ী আবেদন করতে পারবে।

এতে আরও বলা হয়, আবেদনের ফর্মে কোন এলাকায় নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তা উল্লেখ থাকতে হবে। এছাড়া আবেদন দাখিল সংক্রান্ত আগের নির্দেশনাগুলো অপরিবর্তিত থাকবে।

এর আগে ২১ নভেম্বর বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময়সীমা বৃদ্ধি করে ইসি। এতে আবেদনের সময় ২১ নভেম্বর থেকে বাড়িয়ে ৭ ডিসেম্বর করা হয়। আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালা অনুযায়ী, যেকোনো সংস্থা বা ব্যক্তি নির্ধারিত পদ্ধতিতে ইসির ওয়েবসাইটে দেওয়া ফরম পূরণ করে এই সময়ে আবেদন করতে পারবে।



আপনার মূল্যবান মতামত দিন: