আমরা পৃথিবীকে দেখাতে চাই, বাংলাদেশ ভিক্ষুকের জাতি না : কৃষিমন্ত্রী

মো. সাইফুল ইসলাম | ১২ নভেম্বর ২০২৩, ২০:৫২

আমরা পৃথিবীকে দেখাতে চাই, বাংলাদেশ ভিক্ষুকের জাতি না : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমরা এই দেশের উন্নয়নের ধারাবাহিকতা চাই, আমরা পৃথিবীকে দেখাতে চাই, বাংলাদেশ ভিক্ষুকের জাতি না। 

রোববার ( ১২ নভেম্বর) নরসিংদী সদর উপজেলার মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আজকে দেশ একটি নির্বাচনের দিকে যাচ্ছে। সেই নির্বাচনকে বানচাল ও ভণ্ডুলের জন্য স্বাধীনতা বিরোধী অপশক্তি খুনি জিয়ার হাতে গঠিত, ওই ক্যান্টনমেন্টে গঠিত গণতন্ত্রবিহীন একটি রাজনৈতিক দল বারবার হুমকি দিচ্ছে।

কৃষিমন্ত্রী আরও বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে তাদের অপশাসন ও দুঃশাসন চালায়। বাংলাদেশের গণতন্ত্র ছিল বিপন্ন। আমরা কোথাও জনসভা করতে পারতাম না। কোথায় মিছিলও করতে পারতাম না। আওয়ামী লীগের নেতাকর্মী শুধু নয়, সংখ্যালঘু, হিন্দু-বৌদ্ধ সকলের বাড়িতে লুটপাট করেছে ও হত্যা করেছে শতশত সংখ্যালঘুদের ও আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীদের তারা হত্যা করেছিল।

আব্দুর রাজ্জাক বলেন, আজকের এই সভায় দাঁড়িয়ে বলতে চাই, এই বিএনপি অপশাসনে যেমন গণতন্দ্রের অপশক্তি ছিল, বাংলাদেশের অর্থনীতি ছিল মহাসংকটে, একটি মৌলবাদ-জঙ্গীবাদ ও ধর্মীয় সন্ত্রাসীদের অত্যাচার নির্যাতন ও ছাত্রদল-যুবদলের কারণে সারা জাতি ছিল আতঙ্কগ্রস্ত।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ২০০৮ সালে তত্ত্বাধায়কের নির্বাচনের পরে আমি জানি, আপনারা জানেন সেই ইতিহাস। ২০০৮ সালের নির্বাচনে আমরা জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রধানমন্ত্রীর ইশতেহার দিন বদলের কথা বলেছিল, বাংলাদেশকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করব। নেত্রী বলেছিলেন, ঘরে ঘরে বিদ্যুৎ দেব। গ্রামের রাস্তাঘাট আমি পাকা করে দেব। বাংলাদেশেকে আমি ডিজিটাল করব। এই গত ১৫ বছরে বাংলাদেশ শুধু ডিাজটাল না, আজকে আমরা বলছি, বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করব। আমরা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি। আমরা খাদ্যের ঝুলি নিয়ে সারা পৃথীবিতে ঘুরে বেড়াতাম, সারা পৃথিবী জানত, বাংলাদেশে দুর্ভিক্ষের দেশ। খাদ্য ঘাটতির দেশ, ভিক্ষুকের জাতি। মাত্র পাঁচ বছরের মধ্যে ২০০৯ থেকে ২০১৫ সালের মধ্যে বাংলাদেশকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি।

রাজ্জাক বলেন, ‘পদ্মা সেতু, আইসিটি কম্পিউটার , শিক্ষা, স্বাস্থ্য, ফোর লেন এবং সকল ক্ষেত্রে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে, যা সারা পৃথিবীতে প্রশংসিত এবং নন্দিত।’ তিনি আরও বলেন, ‘আমরা এই দেশের উন্নয়নের ধারাবাহিকতা চাই, আমরা পৃথিবীকে দেখাতে চাই, বাংলাদেশে ভিক্ষুকের জাতি না।’



আপনার মূল্যবান মতামত দিন: