বান্দরবানে ত্রাণ বিতরণ করলেন ডাঃ প্রিন্স সেন

জেলা প্রতিনিধি, বান্দরবান | ২০ মে ২০২১, ০০:১৭

ছবিঃ সংগৃহীত

কোভিড-১৯ কারণে বান্দরবানে কর্মহীন হয়ে পড়া ৭৫০ টি গরীব অসহায় পরিবারের মাঝে স্বাস্থ্য বিধি মেনে পঞ্চম ধাপে অন্ন, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন জনদরদী রাজনৈতিক নেতা ডা: প্রিন্স সেন।

পঞ্চম দফায় চাল, ডাল, আলু, তৈল, সেমাই, চিনি, মাস্ক, হেন্ড-ওয়াস, শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবি, নগদ অর্থ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুব প্রজন্মলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম বিভাগীব সমন্বয়ক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বান্দরবান পার্বত্য জেলার আহবায়ক ডাঃ প্রিন্স সেন।

করোনা কোভিড-১৯ চলমান মহামারী পরিস্থিতি ও ধর্মীয় উৎসব আসন্ন ঈদ-কে সামনে রেখে কর্মহীন দুঃস্থ হতদরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাতেই পাশে থাকতে চেয়েছেন তিনি।

সাধারণ মানুষ যেন লকডাউন ও ঈদে আনন্দময় এবং হাসি খুশি দিন কাটাতে পারে এটাই কামনা করেছেন তিনি। ব্যাক্তিগতভাবে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন।

সকলের জীবনে বয়ে আসুক অনাবিল সুখ শান্তি সমৃদ্ধি সম্প্রীতি আর অফুরন্ত ভালোবাসা এটাই কামনা করেছেন। তিনি দেশের সর্বস্তরের জনগণের জন্য শুভ কামনা আশা করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: