লঞ্চ চালুর দাবিতে বিক্ষোভ মিছিল

সময় ট্রিবিউন | ১৯ মে ২০২১, ২২:০৬

ছবি: সংগৃহীত

যাত্রীবাহী লঞ্চ চালুর দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে লঞ্চ শ্রমিকরা।

বুধবার (১৯ মে) সকাল দশটায় বাংলাদেশ নৌ শ্রমিক ফেডারেশন পটুয়াখালী অঞ্চলের আয়োজনে লঞ্চঘাট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ্যে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন প্রিন্স কামাল-১ লঞ্চের মাষ্টার কবির মোল্লা ও এমভি আসা যাওয়া লঞ্চের প্রথম শ্রেনীর ড্রাউভার মহাসিনসহ নৌ শ্রমিকরা। শেষে জেলা প্রশাসকের কাছে শ্রমিকরা একটি স্মারক লিপি পেশ করেন। এদিকে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক লিপি প্রদান শেষে অসুস্থ হয়ে পরেন সুন্দরবন-১৪ লঞ্চের মাষ্টার মনির রহমান।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে নিয়ে যাত্রীবাহী লঞ্চ চালুর দাবি জানান। তাদের দাবি মানা না হলে তারা আরো কঠোর কর্মসূচি গ্রহন করবেন বলে জানান।



আপনার মূল্যবান মতামত দিন: