আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে, আদালত প্রাঙ্গণে রোজিনা

সময় ট্রিবিউন | ১৯ মে ২০২১, ০২:২১

ছবি: সংগৃহীত

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম বলেছেন, ‘আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে। 

আদালতে শুনানি শেষে রোজিনা ইসলামকে আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে যখন কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা জানতে চান যে, তার কিছু বলার আছে কি-না। তখন রোজিনা এসব কথা বলেন। আর কোনো কথা বলতে না দিয়ে পুলিশ তাকে সরিয়ে নেয়।

এর আগে রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৮ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে রোজিনাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আজ বেলা ১১টার একটু পরে সিএমএম আদালতে তোলা হয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে। এর আগে সাংবাদিক রোজিনা ইসলামকে শাহবাগ থানা থেকে আদালতে নেওয়া হয়। সকাল ৮টার দিকে রোজিনা আদালতে পৌঁছান। সে সময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: