৩১ মে পর্যন্ত আন্তর্জাতিক ৩ রুটে ফ্লাইট বাতিল

সময় ট্রিবিউন | ১৮ মে ২০২১, ০০:২০

ছবি: ইন্টারনেট

আন্তর্জাতিক তিন রুটের ফ্লাইট বাতিলের সময়সীমা আগামী ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।রোববার বিমানের ওয়েবসাইটে এতথ্য জানানো হয়

সংশ্নিষ্ট কর্মকর্তারা জানান, করোনা মহামারির শুরুর পর থেকেই বন্ধ রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মদিনা ও ব্যাংকক রুটের ফ্লাইট। একইসঙ্গে নানা বিধিনিষেধের কারণে বন্ধ কুয়েত রুটের ফ্লাইটও। এ তিন রুটের ফ্লাইট বাতিলের সময়সীমা ৩১ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার কর্মকর্তা তাহেরা খন্দকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।কর্মকর্তারা আরও জানান, এছাড়া কলকাতা, দিল্লি, মাস্কাট, কাঠমান্ডু, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফ্লাইটও স্থগিত রেখেছে বিমান।

এদিকে বাংলাদেশে ৩৮ দেশের ওপর বিধিনিষেধ আরোপ করে ১ মে থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট। এই ৩৮ দেশে থেকে এলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। এরমধ্যে বেশিরভাগ দেশের ক্ষেত্রে হোটেলে কোয়ারেন্টাইন থাকতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: