বান্দরবানে গাঁজার আসরে মারামারি; আহত ১

জেলা প্রতিনিধি, বান্দরবান | ১৭ মে ২০২১, ২৩:১৬

প্রতীকী ছবি।

বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ডের সবুজবাগ এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সেবনকালে দুই যুবকের বাকবিতন্ডতা ও মারামিতে এক যুবক ছুরিকাহত হয়ে গুরুতরভাবে আহত হয়েছে। আহত আল আমিন পেশায় একজন রাজমিস্ত্রী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ডের সবুজবাগ এলাকায় কিছু যুবক পাহাড়ের চুড়ায় বসে প্রতিনিয়ত নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সেবন করে আসছিল । তারই ধারাবাহিকতায় ১৭ মে (সোমবার) দুপুরে একই স্থানে গাঁজা সেবন করতে বসে আল-আমিনসহ তার কিছু বন্ধুবান্ধব।

সুত্রমতে জানা যায়, গাঁজা সেবনের এক পর্যায়ে কথা কাটাকাটিতে আল-আমিন এর সাথে মো: শাহীনের মধ্যে তুমুল ঝগড়া সৃষ্টি হয়। পরে শাহীন ছুরি দিয়ে আল-আমিন এর দেহের বিভিন্ন অংশে আঘাত করে। এসময় ছুরির আঘাতে আল-আমিন এর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ  হলে সে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে সেখানে থাকা তার বন্ধুরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।



আপনার মূল্যবান মতামত দিন: