নৌকা মার্কায় ভোট দেয়ায় নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে: প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন | ১৭ অক্টোবর ২০২৩, ১৭:১২

নৌকা মার্কায় ভোট দেয়ায় নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কায় ভোট দেয়ার কারণে দেশ উন্নয়নশীল হওয়ার পাশাপাশি নারীর ক্ষমতায় নিশ্চিত হয়েছে। তিনি বলেন, লুটেরা, অস্ত্র চোরাকারবারী বিএনপি-জামায়াত দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। তারা যেনো আর ক্ষমতায় আসতে না পারে বলেও মন্তব্য করেন সরকার প্রধান।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীতে জয়িতা টাওয়ার উদ্বোধন করে গণভবনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অধিকার আদায়ে শুধু মাথা কুটলে বা আকুতি করলে হবে না, নিজ গুনেই তা অর্জন করতে হবে। ফিলিস্তিনে যুদ্ধ আর অস্ত্রের খেলা বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

নারী উদ্যোক্তাদের জয়িতা ব্র্যান্ডের আওতায় নানামুখী ব্যবসায় সম্পৃক্ত করার মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতে নির্মাণ করা হলো অত্যাধুনিক অবকাঠামো জয়িতা টাওয়ার। মঙ্গলবার ধানমন্ডিতে নবনির্মিত এ টাওয়ারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়িতা টাওয়ারে থাকবে, ইউনিভার্সেল এক্সেসিবিলিটিসহ নারী উদ্যোক্তাদের উৎপাদিত ও প্রক্রিয়াজাত বিভিন্ন ধরনের পণ্য, সাপ্লাই চেইন ও সেবা বিপণনের সুবিধা।

টাওয়ার’ উদ্বোধন উপলক্ষে গণভবন কমপ্লেক্সে নারী উদ্যোক্তা ও মহিলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বক্তব্যে তিনি আরও বলেন, নারীর অধিকার আদায় করে নিতে হবে, বঙ্গবন্ধুকে সিদ্ধান্ত নিতে তাঁর মায়ের ভূমিকার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী।


নারীরা যাতে পিছিয়ে না থাকে সেজন্য তাঁর সরকারের নানা পদক্ষেপ উল্লেখ করেন সরকার প্রধান। বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থেকে ইসলামের অজুহাত দিয়ে নারীকে ঘরে বন্দি করে রেখেছিলো।

প্রধানমন্ত্রী জানান, নৌকায় ভোট দেয়ায় নারীদের উন্নয়ন করা গেছে। দেশের সার্বিক উন্নয়ন ও নারী অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন: