‌'সুষ্ঠু নির্বাচনের জন্য জোরালো পদক্ষেপে আমরা উন্মুখ'

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৫ জুলাই ২০২৩, ০৭:৫৮

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া জানিয়েছেন যে,অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জোরালো পদক্ষেপে বাংলাদেশের অংশীদারদের সমন্বয় অব্যাহত রাখতে উন্মুখ তারা।

শুক্রবার (১৪ জুলাই) রাতে এক টুইট বার্তায় তিনি এ কথা জানান।

টুইট বার্তায় তিনি লিখেছেন, ‌‘দেখা হবে, ঢাকা! একটি ফলপ্রসূ ও উৎসাহব্যঞ্জক সফরের জন্য বাংলাদেশ সরকারের কর্মকর্তা, সুশীল সমাজ, রাষ্ট্রদূত হাস এবং আমাদের নিবেদিত ঢাকার দূতাবাস টিমকে ধন্যবাদ।’

টুইট বার্তায় তিনি আরও লেখেন, অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য জোরালো পদক্ষেপ, শ্রম অধিকার এবং রোহিঙ্গাদের সহায়তাসহ বাংলাদেশ অংশীদারদের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখতে আমরা উন্মুখ।



আপনার মূল্যবান মতামত দিন: