ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরো সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৪৭৩ জন।
শনিবার (১৫ মে) থেকে রোববার (১৬ মে) পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। গ্রেফতারদের নাম-পরিচয় উল্লেখ না করা হলেও তাদের হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থক বলা হয়েছে।
এ সব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি ও সরাইল থানায় ০২টি ও রেলওয়ে থানায় একটিসহ মোট ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামি করা হয়েছে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) রইছ উদ্দিন বলেন, এ পর্যন্ত ৪৭৩ জনকে ভিডিও ফুটজে ও ছবি দেখে গ্রেফতার করা হয়েছে। আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
আপনার মূল্যবান মতামত দিন: