২১ বছর পর গ্রেফতার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৮ জুন ২০২৩, ০৫:৩৯

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়ুব আলী

দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রামের লোহাগাড়া থানার আলোচিত ব্যবসায়ী জানে আলম হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়ুব আলীকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (১৭ জুন) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০০১ সালের নভেম্বরে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে আমিরাবাদ ইউনিয়নের আমিরখান চৌধুরীপাড়া এলাকায় মাহমুদুল হককে হত্যা করা হয়। এ ঘটনার চারমাস পর ২০০২ সালের মার্চে মাহমুদুল হকের বড় ভাই ব্যবসায়ী জানে আলমকেও কুপিয়ে-গুলি করে হত্যা করা হয়। আয়ুব আলী ওই দুই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি একই এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

২০০৭ সালে জানে আলম হত্যা মামলায় পলাতক আয়ুব আলীসহ ১২ জনকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। পরবর্তী সময়ে হাইকোর্টে আয়ুব আলীসহ ১০ জনের ফাঁসির রায় বহাল রাখেন আদালত।



আপনার মূল্যবান মতামত দিন: