দেশে আরও ১০৭ জনের করোনা শনাক্ত

সময় ট্রিবিউন ডেস্ক: | ১১ জুন ২০২৩, ০৩:১৫

সংগৃহীত ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪০ হাজার ৩১৯ জনে। তবে এসময় কারোর মৃত্যু হয়নি।

শনিবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান ৮৮৫টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় এক হাজার ৯৭৮ টি নমুনা পরীক্ষায় ১০৭ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫.৪১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.২১ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৫৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ছয় হাজার ৬২৭ জনে। সুস্থতার হার ৯৮.৩৫ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন: