বিকেলে বসছে বাজেট অধিবেশন

সময় ট্রিবিউন ডেস্ক | ৩১ মে ২০২৩, ২১:২৪

সংগৃহীত
একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ বুধবার (৩১ মে)। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে বিকেল ৫টায়। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 
আগামীকাল ১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নতুন অর্থবছরের জন্য জাতীয় বাজেট পেশ করবেন, যা আগামী ২৫ জুন পাস হবে বলে আশা করা হচ্ছে। সম্ভাব্য এ বাজেটের আকার হবে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
 
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের ধারা (১) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে সংসদের ২৩তম অধিবেশন আহ্বান করেন।
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন: