'রমজানে কোনো পণ্যের দাম বাড়েনি'

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৭ মার্চ ২০২৩, ১২:০৩

সংগৃহীত ছবি

এবারের রমজানে কোনো পণ্যের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বতর্মানে বেগুন ৫০-৬০ টাকা ও পেঁয়াজ ৪০ টাকা কেজি। বাজারে বুটের (ছোলা) দাম আগের থেকে অনেক কম রয়েছে।

রোববার (২৬ মার্চ) দুপুরে ভারত ও ভুটানে পাঁচ দিনের সফর শেষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে ফিরে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, মানুষ বাজারে গিয়ে জিনিসপত্র একবারে কিনে নিচ্ছে। ফলে বাজারে গিয়ে মানুষ ভাবছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। আসলে গতবারের থেকেও এবার সব পণ্যের সাপ্লাই অনেক বেশি রয়েছে। কোনো পণ্য সংকট হওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই।

এ সময় তার সঙ্গে ছিলেন বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুজ্জামান সাঈদ, বুড়িমারী স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর হাসান কবির,পাটগ্রাম থানা পুলিশের ওসি (তদন্ত) মোত্তালিব হোসনে মুসা, বুড়িমারী বিজিবি ক্যাম্পের কমান্ডার একরামুল হক, বুড়িমারী কাস্টমসের আব্দুল্লাহ প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: