কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ফেনীতে পাচারকালে মা ও ছেলেসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৯ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৭। এর আগে শনিবার (১৮ র্মাচ) দুপুরে ফেনী সদর থানার রামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩ হাজার ৪২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন, ছেলে মো. সোহেল (২০), তার মা আয়েশা বেগম (৩৯), জাহানারা বেগম (৩৫) এবং জহুরা বেগম (৩৩)।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারদের মধ্যে সোহেলের বিরুদ্ধে চট্টগ্রামের পটিয়া থানায়, আয়েশা বেগমের বিরুদ্ধে চন্দনাইশ ও বাঁশখালী থানায় এবং জহুরা বেগমের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক ও অস্ত্র আইনের মামলা রয়েছে। এ ঘটনায় মামলা করে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: