সবকিছুই অনলাইনভিত্তিক করতে চাই: এমডি তাকসিম

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৬ মার্চ ২০২৩, ২২:৫৩

সংগৃহীত ছবি

ঢাকা ওয়াসার অনলাইন কার্যক্রম ও ডিজিটালাইজেশনে বিশ্বাসী। সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আমরা সবকিছুই ডিজিটাল করেছি, করছি। আমরা দাবি করি এরই মধ্যে ঢাকা ওয়াসার ৮০ শতাংশ ডিজিটাল, বাকি ২০ শতাংশ হলেই শতভাগ ডিজিটালাইজেশনের আওতায়। আমরা আমাদের সবকিছুই অনলাইনভিত্তিক করতে চাই। আমরা ম্যান লেস পেপার লেস বিলিং সিস্টেম চালু করতে কাজ করে যাচ্ছি। এমনটাই বলেছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা ওয়াসার বিল কালেকশন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

ঢাকা ওয়াসার এমডি বলেন, অনলাইন কার্যক্রমের মাধ্যমে ঢাকা ওয়াসায় অনেক পরিবর্তন এসেছে। গ্রাহকের সুবিধার্থে অনলাইন বিল পরিশোধেও ব্যাপক পরিবর্তন এসেছে। আমরা পরিবর্তন চেয়েছি বলেই এমনটি সম্ভব হয়েছে। এ বছর আমরা দুই হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় করেছি। একটা সময় ছিল...২০০৯ সালে আমাদের ৬৪ শতাংশ রাজস্ব আদায় হতো, বাকি ৩৬ শতাংশ হতো না। বর্তমানে আমাদের শতভাগ আদায় হয়। একসময় রাজস্ব আদায় হতো ৩৫০ কোটি টাকার মতো। বর্তমানে আমাদের দুই হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়। হিসাব অনুযায়ী যা শতভাগ। ফলে এ ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন এসেছে। একসময় পানির জন্য হাহাকার ছিল। আমরা এ পরিস্থিতির পরিবর্তন ঘটাতেও সক্ষম হয়েছি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা, মহা-হিসাব নিরীক্ষক মুসলিম চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 



আপনার মূল্যবান মতামত দিন: