টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৫ মার্চ ২০২৩, ০৩:২৬

সংগৃহীত ছবি

প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পয়িন ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে টাইগাররা। দারুণ এ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্মরণীয় এ জয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

এছাড়াও সফরকারী ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে হোয়াইটওয়াশের মাধ্যমে সিরিজ জেতায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম এক অভিনন্দন বার্তায় স্বাধীনতার মাসে ক্রিকেটারদের অর্জনে নিজের গর্বের কথাও জানিয়েছেন।


আপনার মূল্যবান মতামত দিন: