ময়মনসিংহে ৭৩ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

সময় ট্রিবিউন ডেস্ক | ১১ মার্চ ২০২৩, ২২:০৯

সংগৃহীত
ময়মনসিংহের জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এতে ময়মনসিংহে বাস্তবায়িত ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন এবং ৩০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।   
 
আজ শনিবার (১১ মার্চ) দুপুর আড়াইটার দিকে নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে এবং দুপুর ২টা ৫০ মিনিটে তিনি সমাবেশ স্থলে পৌঁছান তিনি।  
 
পরে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় প্রথমে ময়মনসিংহের উন্নয়ন প্রকল্পগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন ক্বারী মাওলানা মোফাজ্জল হোসেন সরকার। 
 
সার্কিট হাউস ময়দানে জনসভা মঞ্চের পাশে স্থাপিত উন্নয়ন প্রকল্প উদ্বোধনী মঞ্চে প্রকল্পগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আপনার মূল্যবান মতামত দিন: