গুলিস্তানের বিস্ফোরণ

বন্ধ উদ্ধার অভিযান, কাজ করছে রাজউক

সময় ট্রিবিউন ডেস্ক: | ১১ মার্চ ২০২৩, ০১:৫২

সংগৃহীত ছবি

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণ হওয়া ভবনটিতে উদ্ধার কাজ স্থগিত করেছে ফায়ার সার্ভিস। এখন সেখানে প্রোপিংয়ের কাজে করছে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

শুক্রবার (১০ মার্চ) সকালে সিদ্দিক বাজার এলাকায় সরেজমিনে দেখা যায়, ভবনটিতে রাজউকের প্রোপিংয়ের কাজ সকাল থেকেই চলছে। প্রোপিংয়ের কাজ যেন নির্বিঘ্ন হয় সেজন্য ভবনটির সামনের রাস্তা দুই দিক দিয়ে বন্ধ করে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে রাজউকের পাশাপাশি ফায়ার সার্ভিস ও র‍্যাবের টিমও সতর্ক অবস্থায় রয়েছে।

ভবনটির সর্বশেষ অবস্থা নিয়ে রাজউক গঠিত কারিগরি কমিটির সদস্য রংগন মন্ডল বলেন, আমরা মূলত এখন ভবনটিতে প্রোপিং অর্থাৎ ভবনটিকে সাময়িক স্থিতিশীল করার চেষ্টা করছি। প্রোপিং এর পর আমরা সার্ভে করব ভবনটি রেকটুফেটিং করা যায় কিনা। তবে এই সার্ভে করতে আমাদের দেড় মাস সময় লাগবে।

ভবনের সামনের রাস্তা খুলে দেওয়ার বিষয়ে তিনি বলেন, আমরা প্রোপিংয়ের পর দেখব ভবনটি কতটুকু স্টেবল হয়েছে। এছাড়া আরও দেখব ভবনটি কতটুকু কম্পন সহ্য করতে পারছে। এসব বিষয়ে ক্ষতিয়ে দেখে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।



আপনার মূল্যবান মতামত দিন: