মতিঝিলে বাসের ধাক্কায় প্রাণ গেলো ট্রাকচালকের

সময় ট্রিবিউন ডেস্ক: | ১১ মার্চ ২০২৩, ০০:১৮

সংগৃহীত ছবি

রাজধানীর মতিঝিলে সেঁজুতি বাসের ধাক্কায় আব্দুল জলিল (৪৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) দিনগত রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত সোয়া একটায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল জলিলের ট্রাকচালকের সহকারী আলামিন বলেন, আমার ওস্তাদ শাহ সিমেন্ট কোম্পানির ট্রাকের চালক ছিলেন। রাতে মতিঝিল বিদ্যুৎ অফিসের সামনে শাহ সিমেন্ট কোম্পানির গাড়িতে রেখে হেঁটে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির সেঁজুতি পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ওস্তাদ গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় ওস্তাদ মারা গেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মতিঝিল থানাকে জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর