দেশের প্রথম মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) আওতাধীন মিরপুর ১১ ও কাজীপাড়া মেট্রো স্টেশন আগামী ১৫ মার্চ থেকে চালু হচ্ছে।
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের কার্যালয়ে মাসিক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।
এম এ এন সিদ্দিক বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা মার্চের মধ্যেই উত্তরা থেকে আগারগাঁও অংশের নয়টি স্টেশনের সবগুলো স্টেশন চালু করব। এর অংশ হিসেবে আমরা আগামী ১৫ মার্চ কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন চালু করব। আর চলতি বছরের জুলাই থেকে পুরোদমে শুরু হবে মেট্রোরেল চলাচল। ভোর থেকে মাঝরাত পর্যন্ত বিরতিহীনভাবে ট্রেন চলবে।
তিনি আরো বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়ায় স্টেশন দুটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। আগামী জুলাই মাসে সকাল থেকে রাত পর্যন্ত এ সেবা চালু করা হবে।
সদ্য চালু হতে যাওয়া দুই স্টেশন মিলিয়ে ওই দিনের পর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মোট সাতটি স্টেশন চালু হবে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, মেট্রোরেল লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ শেষ পর্যায়ে রয়েছে। স্টেশনের কাজও প্রায় শেষ। এক্সিট ও এন্ট্রির নির্মাণ কাজ চলছে।
এর আগে, ১ মার্চ মেট্রোরেলের পঞ্চম স্টেশন হিসেবে মিরপুর ১০ স্টেশন চালু হয়। তারও আগে ভাষার মাস ফেব্রুয়ারিতে চতুর্থ স্টেশন হিসেবে যাত্রী চলাচলের জন্য চালু হয় ‘উত্তরা সেন্টার’। গত ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এ স্টেশন।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: