রাজধানীর গুলিস্তান এলাকায় বিস্ফোরণের পর সাততলা ওই ভবনটিতে ফাটল দেখা যাওয়ায় আপাতত উদ্ধার কাজ বন্ধ করে দিয়েছে ফায়ার সার্ভিস। ইঞ্জিনিয়াররা এসে পর্যবেক্ষণ করে জানানোর পর আবারও উদ্ধারকাজ শুরু হবে।
মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী মাইকিং করে এ ঘোষণা দেন।
এদিকে বিস্ফোরণে নিহত মানুষের সংখ্যা বেড়ে ১৭ জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে।
আপনার মূল্যবান মতামত দিন: