ঈদকে সামনে রেখে রাজধানীর ডেমরায় সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী ও পোশাক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন "ঘাসফুল সংগঠন"। ১১ মে (মঙ্গলবার) বিকেল ৫ টায় বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় বামৈল পশ্চিমপাড়া ঘাসফুল সংগঠনের অফিস প্রাঙ্গণে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
মহামারী করোনায় কর্মহীন, দিনমজুর ও রিকশাচালকসহ মোট ৭০ টি পরিবারের মধ্যে ঈদ সামগ্রী ও প্রায় ৩০ টির অধিক শিশুর মাঝে ঈদ পোশাক তুলে দেন সংগঠনের সদস্য ও অতিথীরা।
ঈদ সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে এক লিটার তেল, এক কেজি করে পোলাও এর চাল, চার কেজি চাল, দুই কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, হাফ কেজি দুধ, এক কেজি চিনি এবং দুই প্যাকেট করে লাচ্ছা সেমাই দেওয়া হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার ওয়াদুদ মিয়া, বামৈল পশ্চিম পাড়া মসজিদ কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার পাশা টুকু, ডেমরা আশ্রয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক বশির উদ্দিন, ঘাসফুল সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন অনিক।
সংগঠনের সাধারণ সম্পাদক সালে আহমেদ বলেন, করোনা ভাইরাস মহামারির এই পরিস্থিতিতে দিনমজুর, সুবিধাবঞ্চিত দেশের বেশিরভাগ পরিবারগুলো ভয়াবহ খাদ্য সংকটের মধ্যে রয়েছে। আর এজন্যই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষের মুখে খাবার তুলে দিতে এই ঈদ সামগ্রী বিতরণ করেছি।
সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিএইচএস-৯০ ওয়েলফেয়ারের সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন বলেন, সামাজিক সংগঠন ঘাসফুল জন্মলগ্ন থেকেই নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী, ঈদ পোশাক ও ইফতার সামগ্রী বিতরণ করে
আসছে। মানুষের কল্যাণে ঘাসফুল এর এমন মানবিক কার্যক্রম সত্যিই প্রশংসনীয় হয়ে থাকবে।
প্রসঙ্গত, ঘাসফুল একটি সামাজিক সংগঠন। ২০১৬ সাল থেকে কার্যক্রম শুরু করা এই সংগঠনটি পর্যায়ক্রমে সমাজের সুবিধাবঞ্চিতদের বিভিন্নভাবে সহযোগিতা ও তাদের সমস্যা থেকে উত্তরণের জন্য কাজ করে আসছে।
আপনার মূল্যবান মতামত দিন: