ব্যবসা করলে চলবে না, মানুষকে সেবা দিতে হবে: রাষ্ট্রপতি

সময় ট্রিবিউন ডেস্ক: | ২ মার্চ ২০২৩, ০৯:০৮

ফাইল ছবি

শুধু ব্যবসা করলে চলবে না, মানুষকে সেবা দিতে হবে। মেডিকেল কলেজকে টাকা বানানোর যন্ত্রে পরিণত না করে মানুষ যাতে স্বল্প খরচে ও সহজে দ্রুত চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করতে হবে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (১ মার্চ) বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

এসময় প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের সুনাম অক্ষুণ্ন রাখতে শিক্ষক-কর্মচারীসহ সবাই নিরলস প্রচেষ্টা চালাবেন বলেও প্রত্যাশা করেন রাষ্ট্রপতি।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানম এবং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম নওশাদ খান।


আপনার মূল্যবান মতামত দিন: