সম্ভাব্য অর্থনৈতিক সংকট সম্পর্কে প্রধানমন্ত্রীর সতর্কতা

সময় ট্রিবিউন | ২ মার্চ ২০২৩, ০৭:৩৮

ফাইল ছবি

করোনাকালীন সময় থেকে এখন পর্যন্ত সম্ভাব্য অর্থনৈতিক সংকট সম্পর্কে বারবার সতর্কতা জানিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকেও তার পুনরাবৃত্তি করলেন তিনি। মন্ত্রী এবং সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, 'বিপদ আসতে পারে, সতর্ক থাকুন।'

বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এই সতর্কতার কথা বলেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনা এবং বৈঠকের বিস্তারিত আলোচনা করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দেশের বাইরে থাকায় মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করেন তিনি।

প্রধানমন্ত্রী কী ধরনের বিপদের বিষয়ে সতর্ক করেছেন এই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক সংকটের কথাই বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

অন্যান্য নিদের্শনা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, খাদ্য সংকট মোকাবিলায় উৎপাদন এবং সরবরাহ ঠিক রাখতে হবে। আমনের ফলন ভালো হয়েছে এবার। বোরো উৎপাদনে মনোযোগ দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। কোনোভাবেই যেন জমি পতিত ফেলে রাখা না হয় আবারও সেই নির্দেশনা দিয়েছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: