সিলেটে ৪.৩ মাত্রায় ভূমিকম্প অনুভূত

সময় ট্রিবিউন | ১৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:০২

ছবিঃ সংগৃহীত

রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রায় সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এতে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

সিলেট আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মেঘালয় রাজ্যে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। ঢাকা থেকে উত্তর-পূর্ব দিকে উৎপত্তিস্থলের এর দূরত্ব ছিল ২০৩ কিলোমিটার। ভূমিকম্পটির ক্যাটাগরি মৃদু ছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।  



আপনার মূল্যবান মতামত দিন: