নিউইয়র্কে রোহিঙ্গাদের নিয়ে কথা বলতে গিয়ে অশ্রুসিক্ত প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন | ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৯

সংগৃহীত

নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়লেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট ইস্যুতে উচ্চপর্যায়ের এক বৈঠকে যোগ দিয়ে তাদের জীপনযাপন এবং সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন। বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে ৫টি প্রস্তাব তুলে ধরেন। এসময় বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের বিপুল এই জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

টেকনাফের বিশাল এলাকাজুড়ে মানবিক আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। প্রতি বছর সেখানে জন্ম নিচ্ছে কমপক্ষে ৩০ হাজার শিশু। জীবন নিয়ে পালিয়ে আসা মানুষগুলোকে আশ্রয় দেয়ার ছয় বছর কেটে গেলেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ ন্যায় বিচার থেকে দায়মুক্তির বিরুদ্ধে, এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য যেকোনো উদ্যোগকে সমর্থন করবে। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের হস্তক্ষেপ কামনা করছে বাংলাদেশ।

রোহিঙ্গা সংকটকে মিয়ানমারের সৃষ্ট উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর সমাধান তাদেরকেই করতে হবে। তিনি আরও বলেন, আসিয়ানের পাঁচটি প্রস্তাব মেনে নেয়ার ব্যাপারে মিয়ানমার সরকারের প্রতি তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যাপারে বাংলাদেশ জোর দাবি জানাচ্ছে।

সংকট সমাধানে সুনির্দিষ্ট পাঁচটি প্রস্তাবের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে আসিয়ানের শক্ত ভূমিকা প্রত্যাশা করেন শেখ হাসিনা। এছাড়াও রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেয়াসহ কফি আনান কমিশনের সুপারিশ সম্পূর্ণ বাস্তবায়ন জরুরি বলে মনে করেন বাংলাদেশের সরকার প্রধান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতিসংঘ ও আসিয়ানের মতো আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর প্রতি অনুরোধ, রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে প্রত্যাবাসনের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করুন। বাংলাদেশ আন্তরিকভাবে কামনা করে, মিয়ানমারে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

বাংলাদেশের বর্তমান বাস্তবতায় রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য মারাত্মক বোঝা হয়ে দাঁড়িয়েছে, যা দেশটির একার পক্ষে বহন করা কষ্টসাধ্য। তাই বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই সংকট সমাধানে এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে ফিরিয়ে নেয়ার ক্ষেত্রে জাতিসংঘের নেতৃত্বে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
  1. শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
    শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
  1. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
জনপ্রিয় খবর