জলদস্যুদের ঈদ উপহার দিল র‍্যাব

সময় ট্রিবিউন ডেস্ক | ১০ মে ২০২১, ০৯:১২

ছবিঃ সংগৃহীত

মংলায় সুন্দরবনের দস্যুতা ছেড়ে আসা আত্মসমর্পণকারী ২৮৪ জল-বন দস্যুর হাতে নগদ অর্থ ও ঈদ সামগ্রী তুলে দিয়েছেন র‌্যাব-৮ এর অধিনায়ক জামিল হাসান। রোববার (০৯ মে) সকাল সাড়ে ১১টায় মোংলা ফুয়েল ঘাটে এ ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

র‌্যাব-৮ এর অধিনায়ক জামিল হাসান বলেন, দীর্ঘদিন ধরে প্রায় ২৭টি দস্যু বাহিনীর সদস্যরা সুন্দরবনে দস্যুতা করে আসছিল। সরকারের আহ্বানে দস্যুতা ছেড়ে ভালো পথে ফিরে আসে প্রায় ৪শ’র অধিক জল-বন দস্যু সদস্য। তাই ফিরে আসা এসব মানুষের সমাজে ভালোভাবে বসবাস ও চলাচলের জন্য র‌্যাবের পক্ষ থেকে বিভিন্ন সময় সহায়তা করা হচ্ছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮ এর আওতাধীন ৩টি জেলায় বাগেরহাটের মোংলায়, ভাঙ্গা বাজার ও সাইনবোর্ড, খুলনা, সাতক্ষীরা এবং মুন্সিগঞ্জ এলাকায় থেকে সুন্দরবনের আত্মসমর্পণকৃত মোট ২৮৪ দস্যু পরিবারকে নগদ অর্থ ও ঈদ সামগ্রী এবং করোনা ভাইরাস প্রতিরোধ উপকরণ দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন: