জনপ্রতিনিধিদের সহায়তায় এনআইডি পাচ্ছে রোহিঙ্গারা

সময় ট্রিবিউন | ৯ সেপ্টেম্বর ২০২২, ২৩:৩৯

সংগৃহীত

মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা পাচ্ছে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। ১ লাখ থেকে ২ লাখ টাকায় রোহিঙ্গারা বনে যাচ্ছে বাংলাদেশি নাগরিক। তাদের এ কাজে সহযোগিতা করছে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের কিছু দালাল, বাংলাদেশি কতিপয় জনপ্রতিনিধি এবং নির্বাচন কমিশনের কিছু অসাধু কর্মকর্তা। এরই মধ্যে কয়েকজন জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে চলছে তদন্ত। সম্প্রতি একটি অনুষ্ঠানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা বলেন, ‘মাঝখানে রোহিঙ্গাদের এনআইডি কার্ড নিয়ে কিছু জালিয়াতি হয়েছে। রোহিঙ্গারা এ দেশের নাগরিক নয় কিন্তু তারা কার্ড পাচ্ছে। যারা এ কাজ করছে তাদের ধরেন। কারাগারে পাঠান। এদের কারণে দেশের বদমান হচ্ছে।’

অনুসন্ধানে জানা যায়, রোহিঙ্গাদের বাংলাদেশি এনআইডি জালিয়াতিতে জড়িত বেশ কয়েকটি সিন্ডিকেট। তারা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে এ জালিয়াতির কাজ করে। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে সক্রিয় দালাল চক্র ক্যাম্প থেকে এনআইডি করাতে আগ্রহী রোহিঙ্গাদের রিক্রুট করে। অতঃপর বাংলাদেশি দালাল চক্রের মাধ্যমে জন্মনিবন্ধন, জাতীয়তা সনদপত্র এবং অন্যান্য দলিল তৈরি করে। সর্বশেষ ধাপে নির্বাচন কমিশনের কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে এনআইডি তৈরি করা হয়। এনআইডি তৈরি করতে একেকজন রোহিঙ্গাকে গুনতে হয় ১ লাখ ২০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত। যার মধ্যে নির্বাচন অফিস নেয় ৫০ হাজার থেকে ৭০ হাজার টাকা, জন্মনিবন্ধন ও জাতীয়তা সনদ তৈরির সিন্ডিকেট নেয় ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা এবং রোহিঙ্গা ক্যাম্পের দালাল চক্র নেয় ৫০ হাজার থেকে ৭০ হাজার টাকা। রোহিঙ্গাদের এনআইডি জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে চট্টগ্রাম অঞ্চলের কিছু জনপ্রতিনিধি, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি এবং নির্বাচন কমিশনের শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে। তাদের মধ্যে কারও কারও বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। এরই মধ্যে রোহিঙ্গাদের এনআইডি সরবরাহে জড়িত থাকার অভিযোগে  নিজেদের এক সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন। ওই অভিযোগ তদন্তে নির্বাচন কমিশনের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীরকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান গত ৩১ মে ১৭.০০.০০০০.০১৫.৫৫.০১০.৯৬ (অংশ).৩২৫ স্মারকমূলে এ ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য চিঠি দেন।

রোহিঙ্গাদের এনআইডি নিয়ে অভিযোগ তদন্ত করা দুদকের একাধিক কর্মকর্তা বলেন, ‘রোহিঙ্গাদের এনআইডি সরবরাহে জড়িত রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। সিন্ডিকেটের সদস্যরা আত্মীয় পরিচয়ে রোহিঙ্গাদের শনাক্ত করে। এ সিন্ডিকেটে রয়েছে রোহিঙ্গা নাগরিক, জনপ্রতিনিধি ও নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারী। সিন্ডিকেটের সদস্যরা জন্মসনদ, নাগরিক সনদ, বাবা-মায়ের এনআইডি, বাসার ইউটিলিটি বিলের কপি সরবরাহ করে রোহিঙ্গাদের এনআইডি প্রাপ্তিতে সহায়তা করে।’ কাউন্টার টেররিজম ইউনিটের এক কর্মকর্তা বলেন, ‘রোহিঙ্গাদের এনআইডি প্রাপ্তিতে তিনটি গ্রুপ বিভক্ত হয়ে কাজ করে। একটি গ্রুপ রোহিঙ্গাদের জোগাড় করে। অপর গ্রুপ ডকুমেন্ট তৈরি করে। শেষ গ্রুপটি এনআইডি তৈরির কাজ ত্বরান্বিত করে।’

থমকে আছে মামলার গতি : আর্থিক সুবিধা নিয়ে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার ঘটনায় পাঁচটি অভিযোগ তদন্ত করেছে দুদক। অভিযোগের সত্যতা পাওয়ায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় জেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহায়ক, ডাটা এন্ট্রি অপারেটর, জনপ্রতিনিধিসহ বিভিন্নজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। মামলাগুলোর অগ্রগতি বিষয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়-২-এর উপপরিচালক আতিক আলম বলেন, ‘মামলাটির তদন্ত চলমান রয়েছে। কিছু তথ্যের ঘাটতি থাকায় প্রতিবেদন দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের প্রচেষ্টা রয়েছে দ্রুততম সময়ের মধ্যে মামলার প্রতিবেদন প্রক্রিয়া শেষ করার।’

রোহিঙ্গাদের এনআইডি জালিয়াতির একটি মামলা তদন্ত করছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট। এরই মধ্যে দালাল চক্রের তিন সদস্যসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। প্রায় তিন বছর ধরে মামলাটির তদন্ত চলছে। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সঞ্জয় সিনহা বলেন, ‘এ মামলার তদন্ত শেষ করতে নির্বাচন কমিশন থেকে কিছু তথ্য চাওয়া হয়েছে। কিন্তু পর্যাপ্ত তথ্য সরবারহ না করায় ফের তথ্য চাওয়া হয়েছে। ওই তথ্যগুলো হাতে পেলে এ মামলার তদন্তের উল্লেখযোগ্য অগ্রগতি হবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
  1. শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
    শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
  1. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
জনপ্রিয় খবর