যারা চাইতে পারেন না সাহায্য। পাততে পারেন না হাত। অথচ করোনাভাইরাসের কারণে কার্যত লকডাউনে তাদের কাজ নেই, নেই আয়ের উৎস। এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের সদস্য মেহদী হাসান রুমেল।
মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধ করার জন্য সরকার ঘোষিত চলমান লকডাউনে প্রায় দুই শতাধিক অসহায় ও কর্মহীন মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন তিনি। প্রতিটি প্যাকেটে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিল। বৃহস্পতিবার সকাল থেকে ভ্যান গাড়ির মাধ্যমে প্রতিটি অসহায় পরিবারের বাড়িতে গিয়ে গিয়ে খাবার পৌঁছে দেওয়া হয়
এ প্রসঙ্গে মেহদী হাসান বলেন, স্বেচ্ছাসেবী ও সব সংগঠনের উচিত ক্ষুধার্ত মানুষকে খুঁজে বের করে তার বাসায় খাদ্য পৌঁছে দেয়া। সম্ভব হলে কিছু অর্থ সহায়তাও করা উচিত। মানুষকে ত্রাণ হিসেবে নয়, বিপদের সাহায্য হিসেবে এগিয়ে আসা উচিত। তবে অবশ্যই সামাজিক দূরত্ব মানতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, সংগঠন ও ব্যক্তি উদ্যোগে যে যার সামর্থ্য মতো এগিয়ে এলে দেশে অসহায় আর কেউ থাকবে না। করোনাভাইরাসও দূর হবে, দূর হবে গরিবের ক্ষুধাও।
আপনার মূল্যবান মতামত দিন: